ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন হামজারা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৩-২০২৫ ০২:১৬:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৩-২০২৫ ০২:১৬:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।
কলকাতায় ট্রানজিটে অল্প সময় অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌঁছাবে বাংলাদেশ টিম। হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে হামজাদের।
শুক্রবার (২১ মার্চ) থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ।
ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। সবমিলিয়ে কাটছাঁট করে ২৪ জনের স্কোয়াড নিয়ে বৃহস্পতিবার সকালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে হামজা চৌধুরীর অভিষেকও হতে চলেছে। ম্যাচটি খেলার জন্য হামজা সোমবার (১৭ মার্চ) দেশের মাটিতে পা রাখেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স