ঢাকা , শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০২:০৫:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০২:০৫:২০ অপরাহ্ন
​সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা ​ছবি: সংগৃহীত
দেশের ছয় বিভাগে বৃষ্টি, বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ ঢাকার বাতাসের গতি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসের দ্বিতীয় দিন
শুক্রবার (২১ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসের তৃতীয় দিন
শনিবার  (২২ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট  বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে

এদিকে রাজশাহীর বাঘাবাড়ীতে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৩ ডিগ্রি এবং রংপুরের রাজারহাটে সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

ধেয়ে আসছে বৃষ্টিবলয়


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ