ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১২:৩০:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১২:৩০:১৮ অপরাহ্ন
হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সংবাদচিত্র: সংগৃহীত
সিলেটে ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ওভারব্রিজের মধ্যে লাগানো ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠলো, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’। বুধবার (২০ মার্চ) রাত ২টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালের ওপর নির্মিত ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে এ লেখাটি ভেসে ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ ডিজিটাল বিলবোর্ডটি বন্ধ করে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাত ২টার দিকে ইবনে সিনার ওভারব্রিজের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান সেখানের ব্যবসায়ী ও পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়। সিলেট ইবনে সিনার কাস্টমার কেয়ার ব্যবস্থাপক খন্দকার ইকবাল বলেন, কীভাবে এটা হয়েছে, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নেওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ