ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৭:২৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৭:৩১:৪৮ অপরাহ্ন
‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল ​ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল “জিয়া উদ্যান”-এর নাম পুনর্বহাল করা হয়েছে।

সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত “চন্দ্রিমা উদ্যান”-এর পরিবর্তিত নামকরণ “জিয়া উদ্যান” পুনর্বহাল করা হলো।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর “জিয়া উদ্যান” এর নাম পরিবর্তন করে “চন্দ্রিমা উদ্যান” রাখা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নাম জিয়া উদ্যান পুনর্বহাল করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ