ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​ধর্ষণে অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যা, পুলিশের গাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০১:১১:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০২:১৫:১২ অপরাহ্ন
​ধর্ষণে অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যা, পুলিশের গাড়ি ভাঙচুর ​ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পুলিশ ওই ধর্ষণকারীকে আটক করতে গেলে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর খিলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।এতে খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আরো ৭-৮ জন পুলিশ সদস্যকে আটকে রেখেছেন।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়দের মারপিটের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে আনেন। এরপর বিক্ষুব্ধরা ওই ধর্ষক যুবককে পিটিয়ে হত্যা করেন। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করেন বিক্ষুব্ধ জনতা। 

এএসআই ইসমাইল আরো জানান, রাত সোয়া ১২টা পর্যন্ত তাদের ৭-৮ জন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রেখেছেন। তদন্ত ওসিসহ পাঁচজনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, বর্তমানে মধ্যপাড়া এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ