হামজা জ্বরে কাঁপছে বাংলাদেশের ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারকে নিয়ে উন্মাদনায় মেতেছে পুরো দেশ। প্রথমবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে তার জাতীয় দলের দুয়ার খুলে যাবে। বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা ইপিএলে লেস্টার সিটির হয়ে খেলেছেন হামজা। এখন তার ঠিকানা শেফিল্ডে। খেলছেন নিয়মিত। দলটির অন্যতম ভরসার জায়গা। তাকে নিয়ে মাতামাতি হবে, উল্লাস হবে এমনটাই তো হওয়ার কথা।
‘হামজা হাওয়া’ ছড়িয়ে পড়েছে তা গায়ে লেগেছে ক্রিকেটাঙ্গনেও। ক্রিকেটাররাও খুশি হামজার মতো প্রতিশ্রুতিশীল ফুটবলার বেছে নিয়েছেন লাল-সবুজের জার্সিকে।মুশফিকুর রহিম হামজার ছবি নিজের প্রোফাইলে পোস্ট করে লিখেছেন, ‘‘অল দ্য বেস্ট।’’জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খুলে দিয়েছেন কথার ঝাঁপি, ‘‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরি! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।”
“ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।”নিজের প্রত্যাশার কথাও ভাগাভাগি করেছেন মাশরাফি, ‘‘আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে।’’
‘‘আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে। জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।’’
হামজাকে ঘিরে মাশরাফির উচ্ছ্বাস টের পাওয়া গেল ভালোভাবে, ‘‘ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলির জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।‘’ মাশরাফির কণ্ঠে সুর মিলিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন, ‘‘বাংলাদেশে আপনাকে স্বাগতম। অনেক অনেক শুভকামনা। এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল দল।’’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএ