ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৯:০৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০১:৩৫:২৯ অপরাহ্ন
​নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৩ অক্টোবর:
স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিতে না পারলেও বোলিং নৈপুণ্যে ধরা দিল অসাধারণ এক জয়। চার আসর পর টি-টুয়েন্টি বিশ্বকাপে বিজয়ের হাসি বাংলাদেশের মেয়েদের। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ মিশন শুরু হলো প্রত্যাশা মিটিয়ে। 

এদিন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। যদিও ব্যাটিংয়ে তাদের পুঁজি ছিল ছোট, ১১৯ রানের। সেই পুঁজিকে যথেষ্ট প্রমাণ করে বোলাররা টাইগ্রেসদের ১০ বছর পর বিশ্বকাপে আরেকটি জয় এনে দিয়েছেন। 

বাংলাদেশের লক্ষ্য তাড়ায় স্কটিশ মেয়েরা নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয়েছে। ফলে ১৬ রানের জয় দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ