ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে বাণিজ্যিকভাবে হচ্ছে ক্যাপসিকাম চাষ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০২:৫৫:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০২:৫৫:৪৩ অপরাহ্ন
মেহেরপুরে বাণিজ্যিকভাবে হচ্ছে ক্যাপসিকাম চাষ সংবাদচিত্র: সংগৃহীত
মেহেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ক্যাপসিকামের চাষ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর জেলায় প্রায় ১০ বিঘা জমিতে বিদেশি এই সবজির চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও উপযুক্ত মাটি হওয়ায় কৃষকরা এর চাষ করছেন। প্রতি বিঘা জমিতে ক্যাপসিকাম চাষে ১০-১৫ হাজার টাকা খরচ হলেও ৭০-৮০ হাজার টাকা আয় হচ্ছে।

মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে ক্যাপসিকাম। তবে সবজিটি খেতে অভ্যস্ত না হওয়ায় স্থানীয় হাটবাজারে বিক্রি কম হয়। সেজন্য দূরদূরান্তে ক্যাপসিকাম বিক্রি করায় লাভের পরিমাণ কিছুটা কম হচ্ছে। প্রতি কেজি ক্যাপসিকাম ১০০-১২০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। দোআশ ও বেলে দোআশ মাটি ক্যাপসিকাম চাষের জন্য উত্তম। প্রায় সব মৌসুমেই ক্যাপসিকাম চাষ সম্ভব। তবে অক্টোবর থেকে নভেম্বর বীজ বপন করার উপযোগী সময়।

এ বিষয়ে কথা হয় জেলার গাংনী উপজেলার নওপাড়া গ্রামের ক্যাপসিকাম চাষি মোস্তফারের সঙ্গে। তিনি বলেন, ইউটিউব থেকে দেখে এবছর আমি সাত শতক জমিতে মালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ শুরু করেছি। প্রতিটি গাছেই এখন ফুল আর ফল দেখা যাচ্ছে। যদি রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগের মুখে না পড়ে, তাহলে ক্যাপসিকাম বিক্রি করে ৪০-৪৫ হাজার টাকা আয় হতে পারে।

একই এলাকার চাষি মিজান বলেন, এই প্রথম আমাদের মাঠে ক্যাপসিকাম চাষ দেখছি। ফলনও ভালো হয়েছে। তা ছাড়া ক্যাপসিকাম অনেক লাভজনক বলেও জানতে পেরেছি। বিশেষ করে হোটেল ও রেস্টুরেন্টগুলোতে নাকি এর বেশ চাহিদা রয়েছে। এটা দেখে আগ্রহী হচ্ছি এবং আশা করছি আগামীতে আমিও ক্যাপসিকাম চাষ করব। আরেক চাষি বলেন, আল্প খরচে ক্যাপসিকাম চাষ অনেক ভালো হয়েছে। এটা চাষ করলে মনে হয় লাভ হবে। আমরা চাষিরা নতুন সবজি চাষ করলে ঠিক মতো বাজার পাই না। যদি বাজারটা ভালো হয়। তাহলে ক্যাপসিকাম চাষ করা যাবে।

পুষ্টিগুন সমৃদ্ধ বিদেশি এই সবজি ক্যাপসিকামের চাহিদা দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই জেলাব্যাপী ক্যাপসিকাম চাষ ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, আমরা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ধরনের বিষ থেকে শুরু করে রাসায়নিক সারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করছি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ