ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০১:৫৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০১:৫৭:৩৫ অপরাহ্ন
১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়ার দাবি সংবাদচিত্র: সংগৃহীত
আগামী ১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছে দেওয়া এবং রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্য সচিব পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সম্মিলিত শিক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে যে সমস্ত স্কুলের শিক্ষার্থীরা এখনো বই পায়নি সেই বইগুলো দিতে হবে। অন্যথায় এনসিটিবি ঘেরাও করা হবে।

জাহাঙ্গীর কবীর বলেন, সম্প্রতি এনসিটিবি চেয়ারম্যান রিয়াজুল হাসান এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন রাখাল রাহার নেতৃত্বে অভিভাবকরা আন্দোলন করেছেন এবং সে কারণেই শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে। তার এই বক্তব্য দুরভিসন্ধিমূলক। এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। এসময় তিনি সম্মিলিত শিক্ষা আন্দোলনের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষা আন্দোলনের সভাপতি কাজী সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, জেসমিন, ডা. রিপা, তানিয়া আক্তার, কামাল হোসেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ