ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মারা গেছেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০১:১৯:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৩:১৪:৫১ অপরাহ্ন
সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মারা গেছেন সংবাদচিত্র: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার (১৮মার্চ) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

সৈয়দ সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি এবং রাজশাহীর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হন। ১৯৪৯ সালে মাগুরা জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।  মঙ্গলবার তাকে নিজ গ্রাম বালিয়াডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ