ঢাকা , বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘কুইন অব দ্য ইয়ার’ হলেন জয়া!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১২:৫৩:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১২:৫৩:১১ অপরাহ্ন
‘কুইন অব দ্য ইয়ার’ হলেন জয়া! সংবাদচিত্র: সংগৃহীত
জয়া আহসান, দেশের গণ্ডি পেরিয়ে তিনি কাজ করেছেন বলিউডেও। টলিউড তো তার আপনার জায়গায় পরিণত হয়েছে। সেখানে তার স্বীকৃতিও মিলেছে বেশ। পেয়েছেন ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও।  কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। জয়া আহসান তাদের মধ্যে অন্যতম। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো’র আয়োজন করা হয়। আর সেখানেই তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।পুরস্কার পাওয়ার পর  সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি তিনি নিজেই জানিয়েছেন।পুরস্কার হাতে অনেকগুলো ছবি পোস্ট করেছেন জয়া। তিনি পোস্টে লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’বিভিন্ন অ্যাওয়ার্ড শো মানেই জয়ার সাজ, পোশাকে নতুনত্ব। বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে জয়া হয়ে ওঠেন আবেদনময়ী।

উল্লেখ্য, বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য মর্যাদাকর পুরস্কারের আসর ফিল্মফেয়ার। আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। সেখানে কাজের সুবাদে এবারের আসরে মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ