ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন
যশোরে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত ফাইল ছবি
যশোরে বাড়ির ভিতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।সোমবার (১৭ মার্চ) রাত পৌনে ১২টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। নিহত  সাদী একই এলাকার মীর শওকত আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই রাকিব জানান, রাত পৌনে ১২টার দিকে তিনি ও সাদী বাড়ি ফেরেন। বাড়ির উঠানে মোটরসাইকেল ঢুকানোর সময় পেছন থেকে সাদীকে চাকু দিয়ে আঘাত করে। এরপর তাকে গুলি করে। এক রাউন্ড গুলির পর গুলি বের হচ্ছিলো না। এসময় তিনি হামলাকারী ট্যাটু সুমন, মেহেদীসহ তার ৪/৫ সহযোগীকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তারা আরো ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। সাদীর বুকে দুটি গুলিবিদ্ধ হয়। তিনি আরো জানান, সাদী রেলবাজারের ইজারাদার।  হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করতো। তাদের প্রশয় না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। কি কারণে এ হত্যাকাণ্ড তা জানতে পারেননি তিনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ