ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে বিএনপি: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৭:৪৬:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৭:৫১:০৪ অপরাহ্ন
​১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে বিএনপি: তারেক রহমান ​ফাইল ছবি
আবারও ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপিকে ১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে। দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তাই এখন অনলাইনের সহযোদ্ধাদের সহযোগিতা প্রয়োজন।

সোমবার (১৭ মার্চ) অনলাইন এক্টিভিস্টদের সম্মানে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)।

জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে তারেক বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি সেই নির্বাচন চায়। কেননা জবাবদিহি সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব।

বিগত আন্দোলনে অনলাইন এক্টিভিস্টদের ভূমিকার প্রশংসার পাশাপাশি নতুন ষড়যন্ত্র মোকাবেলায়ও তাদের এগিয়ে আসার আহবান জানান তারেক রহমান। তিনি বলেন, মতপার্থক্য থাকবে, তবে অনলাইন এক্টিভিস্টদের যুক্তি, তর্ক দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। 

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যতো বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি পেয়েছে, ততোবারই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। নতুন ভোটারদের কাছে যেতে হবে, এগুলো জানাতে হবে। ৩১ দফা সম্পর্কেও জানাতে হবে। রাষ্ট্র মেরামতের পরিকল্পনা আড়াই বছর আগেই বিএনপি দিয়েছে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ