ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​পিরোজপুরে হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৪:২৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৪:২৫:৩০ অপরাহ্ন
​পিরোজপুরে হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন ​ছবি: সংগৃহীত
পিরোজপুরে হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মো. আলমগীর (৫৮), আ. আজিজের ছেলে আ. মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)। মালেক ও ছালাম রায় ঘোষণার সময় উপস্থিত থাকলেও বাকিরা পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাত ২টায় উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীরহাট বাজারে রফিকুল ইসলামের সাইকেল পার্টসের দোকানে শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বাক্সের টাকা লুট করে নেয় ১০ থেকে ১২ সদস্যের ডাকাত দল। এসময় রফিকুলের চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে ডাকাতরা পালিয়ে যায়।

এতে পেটে গুলিবিদ্ধ ওই গ্রামের আ. ছোমেদের ছেলে মিজান। তাকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রফিকুল ইসলাম অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশি তদন্তে ১২ জন ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সাক্ষ্য প্রমাণে আদালত ওই ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকি ৭ জনকে বেকসুর খালাস দেন।

মামলায় আসামি পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল ও অ্যাড. এমডি. আউয়াল এবং রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাড. ওয়াহিদ হাসান বাবু।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ