ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব, বললেন সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৬:৪৩:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪১:২৮ অপরাহ্ন
​বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব, বললেন সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী ​ছবি: সংগৃহীত
ঢাকা থেকে চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তাঁর স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

ভিডিওতে ১৭ মামলার আসামি সাজ্জাদ হোসেনকে ১০ থেকে ১২ দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান স্ত্রী তামান্না শারমিন। তিনি বলেন, ‘আমার জামাই গতকাল (শনিবার) রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। আপনারা যাঁরা ভাবতেছেন, আর কোনো দিন বের হবে না, তাঁদের জন্য এক বালতি সমবেদনা।’ প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন।’

শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা–পুলিশ। 

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

​শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেপ্তার


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ