হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এ আর রহমান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৩-২০২৫ ০৩:৪৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৫ ০৩:৪৩:৫৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। রোববার (১৬ মার্চ) সকালে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এই সংগীতশিল্পীকে। অ্যাপোলো হাসপাতালের সিইও এনডিটিভিকে বলেন, “এ আর রহমান সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, রোববার (১৬ মার্চ) সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীতশিল্পীকে। কিন্তু এই তথ্য সঠিক নয়। এ বিষয়ে এ আর রহমানের মুখপাত্র এনডিটিভি-কে বলেন, “গতকাল লন্ডন থেকে ভারতে ফেরার পরই খুব অস্বস্তি বোধ করছিলেন তিনি। যার ফলে গতকাল রাতেই চেকআপ করানোর জন্য হাসপাতালে যান। চিকিৎসকদের ভাষ্য, ‘রোজা রাখার কারণে পানিশূন্যতা তৈরি হয়েছে।”
খুব ছোটবেলায় বাবাকে হারান এ আর রহমান। এরপর জীবিকার সন্ধানে কাজে নামতে হয় তাকে। মাত্র ১১ বছর বয়সে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ২৩ বছর বয়সে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রহমান। তার নাম ছিল দিলীপ কুমার।
১৯৯২ সালে তামিল ভাষার ‘রোজা’ সিনেমা দিয়ে সুরকার হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মার ‘রঙ্গীলা’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে তার বলিউড যাত্রা। ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার জন্য অস্কার, গ্র্যামি, বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন এ আর রাহমান। তা ছাড়াও এ আর রহমানের প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে ভারতের ছয়টি জাতীয় পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘পদ্মশ্রী’ (২০০০), ‘পদ্মভূষণ’ (২০১০) প্রভৃতি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স