হামজাকে বরণে প্রস্তুত বাফুফে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৩-২০২৫ ০৩:২৪:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৫ ০৩:২৪:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
হামজা চৌধুরীর দেশে আসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাফুফের কর্মকর্তারা। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে বরণ করে নিতে সিলেট বিমান বন্দরে যাচ্ছেন তারা। এদিকে, ভারত ম্যাচের আগে নতুন অ্যাওয়ে জার্সি সহ দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষক পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
দিন যত যাচ্ছে ঘনিয়ে আসছে হামজা চৌধুরীরর দেশে আসার দিনক্ষণ। আন্তর্জাতিক বিরতির আগে শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। তবে ঢাকা নয় হামজা সরাসরি আসবেন সিলেটে। সেখান থেকেই নিজের শেকড় হবিগঞ্জের বাড়িতে যাবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। সিলেট বিমানবন্দরে হামজাকে বরণ করে নেবেন বাফুফের এক্সিকিউটিভ কমিটির একটা দল। ১৭ তারিখ দেশে এলেও ১৮ তারিখ নিজ বাড়িতে একান্ত সময় কাটাবেন হামজা। সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটা টিম নিয়োগ করবে বাফুফে।
এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘১৭ তারিখে সিলেটে বিমান থেকে অবতরণ করবেন। বেশকিছু নির্বাহী সদস্য যাবেন। ইতোমধ্যে তারা বিমান কর্তৃপক্ষ ও প্রশাসিক অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন। উনারা সব দপ্তরে যাবেন, দেখা করবেন। ইতোমধ্যে চিঠি চলে গিয়েছে, সার্বিক আয়োজনের জন্য। আমাদের একজন অফিসার নিযুক্ত থাকবেন। যিনি ২৪ ঘণ্টাই থাকবেন হামজার সঙ্গে। হবিগঞ্জে আমাদের পক্ষ থেকে কোনো আয়োজন নেই। কারণ সেটা ব্যক্তিগত স্পেস। যেটাকে আমরা সম্মান করি।’
ভারতের বিপক্ষে ম্যাচের আগে নতুন জার্সি পাচ্ছে হামজা-জামালরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে বাফুফের কিট স্পন্সর দৌড়। আর নতুন জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ভূচিত্রাবলি। এদিকে, দেশের ফুটবলে এরই মধ্যে পড়তে শুরু করেছে হামজার প্রভাব। জাতীয় দলের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে বাফুফে। বেসরকারি ব্যাংক ইউসিবির সঙ্গে ৫ বছরের চুক্তি করতে যাচ্ছে ফেডারেশন।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স