ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​ভেঙে ফেলা হচ্ছে ময়মনসিংহের ‘পূরবী’ সিনেমা হল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৩:১৭:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৩:১৭:১২ অপরাহ্ন
​ভেঙে ফেলা হচ্ছে ময়মনসিংহের ‘পূরবী’ সিনেমা হল ​ছবি: সংগৃহীত
দিনদিন কমছে চলচ্চিত্র নির্মাণ। সেই সাথে কমছে প্রেক্ষাগৃহের সংখ্যাও। একসময় ময়মনসিংহ শহরে ছিল পাঁচ সিনেমা হল। অজন্তা, ছায়াবাণী, অলকা, পূরবী ও সেনা অডিটরিয়ামে দর্শকদের ভিড় লেগেই থাকতো কিন্তু বর্তমানে চলচ্চিত্রের বেহাল দশার কারণে একে একে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সিনেমা হল। সর্বশেষ টিকে ছিল ছায়াবাণী ও পূরবী। এবার শুধু টিকে রইল ছায়াবাণী! 

জানা গেছে, ভেঙে ফেলা হচ্ছে পূরবী সিনেমা হল, এরই মধ্যে ভাঙার কাজ শুরু হয়ে গেছে। হলের জায়গায় মার্কেট বানানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
২০০২ সালের ৭ ডিসেম্বর একযোগে কেঁপে উঠেছিল ময়মনসিংহের চারটি সিনেমা হল। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ছায়াবাণী, অজন্তা, অলকা ও পূরবী সিনেমা হলে বোমা হামলা চালিয়ে হত্যা করে নারী, শিশুসহ ১৭ জনকে। আহত হন আরও দুই শতাধিক নিরীহ মানুষ।স্বাধীনতার পরপর পূরবী হলটি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে এর মালিকানা ছিল জমির উদ্দিনের। কিন্তু ২০০২ সালে হলটিতে বোমা হামলার পর কিনে নেন আব্বাস উদ্দিন। তিনিই এতদিন চালিয়ে আসছিলেন।

পূরবী ভাঙার বিষয়ে হলটির ব্যবস্থাপক কাজী দেলোয়ার গণমাধ্যমকে বলেন, গত মাস থেকে আমরা হলটি ভাঙছি। এখানে মার্কেট হবে। মার্কেটের নিচতলায় সিনেপ্লেক্সের পরিকল্পনা আছে। তবে তা হতে হতেও চার-পাঁচ বছর। তিনি আরও বলেন, পরিকল্পনা ছিল কোরবানির ঈদের পর হলটি ভাঙা হবে। কিন্তু এখনই ভাঙা শুরু হয়েছে। আমরা তো কর্মচারী, মালিক বলতে পারবেন কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ