মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৩-২০২৫ ০৩:০২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৫ ০৪:২৯:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশুসন্তানকে চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামে চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক নারী। তবে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিবারের সদস্যরা জানান, জেলার বিজয়নগর উপজেলার বাড়ঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী ইমাম হোসেনের মেয়ে সাউদা জাহান সারা। দুপুরে সাউদার ছোট ভাইকে চিকিৎসক দেখাতে আল খলিল হাসপাতালে আসেন মা স্মৃতি চৌধুরী ও নানি সাহানা আক্তার। সেখানে স্মৃতি চৌধুরীর ব্যাগ হারিয়ে গেলে তা খুঁজে দেন অজ্ঞাত এক নারী। এরপর তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন ওই নারী। একপর্যায়ে তাদের বিশ্বাস অর্জন করে শিশুটিকে দেখে রাখার কথা বলে সাউদার মা ও নানিকে চিকিৎসকের কক্ষে যেতে বলেন। পরে কক্ষ থেকে বেরিয়ে তারা আর শিশুটিকে খুঁজে পাচ্ছিলেন না।
এ সময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত ওই নারী শিশুটিকে তার সঙ্গে নিয়ে গেছে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। একপর্যায়ে রাত পৌনে ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে আনিস মিয়া নামে এক অটোরিকশাচালক। অটোরিকশাচালক জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের আনিস মিয়া বলেন, ‘ওই নারী আশুগঞ্জ থেকে আমার অটোরিকশা রিজার্ভ নিয়ে সদর উপজেলার সুহিলপুরে নিয়ে আসেন। সেখানে তিনি নেমে যান এবং বাচ্চাটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে আমি শিশুটির সঙ্গে কথা বলি সে ওই নারীকে চেনে কি না। কিন্তু বাচ্চাটি ওই নারীকে চেনে না বলে জানায়। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি। এসে তার পরিবারের লোকজনদের কাছে বুঝিয়ে দিই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে জেলার বিভিন্ন পয়েন্টে তল্লাশিচৌকি স্থাপন করে অভিযান শুরু করে পুলিশ। এরই মাঝে একজন অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে আসেন। অজ্ঞাত ওই নারী আশুগঞ্জ থেকে শিশুটিকে নিয়ে অটোরিকশায় ওঠেন। সেখান থেকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এসে অটোরিকশা থেকে নেমে যান এবং শিশুটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে বলেন। তিনি আরও বলেন, তবে শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে। সেগুলো উদ্ধার এবং অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স