রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ১
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৩-২০২৫ ০২:৫৪:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৫ ০২:৫৪:০২ অপরাহ্ন
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে পার্বত্যাঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে গোলাগুলির ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) সকালে খামারপাড়া তৈমিদুং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্যের নাম নির্মল খীসা (৩২)। তিনি নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।
ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ৬-৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে। এ বিষয়ে জানতে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দীন বলেন, ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে ইউপিডিএফের এক জন নিহত হওয়ার খবর পেয়েছি। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স