ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​দুর্নীতির মামলায় জামিন না-মঞ্জুর সাধনচন্দ্র মজুমদারের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০২:০১:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০২:০১:০৯ অপরাহ্ন
​দুর্নীতির মামলায় জামিন না-মঞ্জুর সাধনচন্দ্র মজুমদারের ​ছবি: সংগৃহীত
দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে সাধনচন্দ্র মজুমদারের পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন না-মঞ্জুর করেন। সাধনচন্দ্র মজুমদারের আইনজীবী ফারজানা ইয়াসমিন জামিন না-মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বছর ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। এরপর ১৯ ডিসেম্বর সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতির অভিযোগে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ২৯ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ