ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ২ ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:৩২:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:৩২:০৩ অপরাহ্ন
রাজশাহীতে ২ ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি ফাইল ছবি
রাজশাহী রেলস্টেশন এলাকায় ধূমকেতু এবং বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শনিবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিশ কুমার ও বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, শনিবার দুপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। ওই সময়ে ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যার কারণে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।পরে বিকেলে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনগুলো সরিয়ে নেয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত লাইনও সংস্কার করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ