ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​যানজট কমানোর বুদ্ধি দিলেই ১৬ লাখ টাকা!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০৬:০৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০৮:০০:০৭ অপরাহ্ন
​যানজট কমানোর বুদ্ধি দিলেই ১৬ লাখ টাকা! ​ছবি: সংগৃহীত
আরব আমিরাতের দুবাইয়ে সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা ক্রমশ জটিল হয়ে উঠছে। এমন অবস্থায় যানজট কমানোর বুদ্ধি দিলেই প্রায় সাড়ে ১৬ লাখ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হচ্ছে। 

সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, যানযট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া দেবেন তাদের ৫০ হাজার দিরহামের বৃত্তি দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ লাখ ৫২ হাজার ৬২৫ টাকা। দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ এই বৃত্তি দিচ্ছে। 

বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে। 

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ