বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) রাজধানীর গুলশানে জাতিসংঘ কার্যালয় বা ইউএন হাউস পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংস্কার প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করে গুতেরেস বলেন, জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
এর আগে ইউএন হাউস উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। গুতেরেস জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব