ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৪:১৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৪:১৭:০৫ অপরাহ্ন
সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত সংবাদচিত্র: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুমার পর ধানমন্ডি ইদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।তার মরদেহ আজিমপুর গোরস্তানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকার গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অংশ নেন।সাবেক এই উপাচার্য বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে মারা যান। এই হাসপাতালে তিনি কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ