কুমিল্লায় মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়কের কাজ শেষ করে বিল উত্তোলন করে নিয়েছে মেসার্স এসআই এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় স্থানীয় লোকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। খুঁটি না সরিয়ে কাজ শেষ করায় 'যে লাউ সেই কদু' আখ্যা দিচ্ছেন স্থানীয় লোকদের ভাষায়।জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর-সমেশপুর সড়কের পরানপুর জামে মসজিদ-সংলগ্ন অংশে বৈদ্যুতিক খুঁটিটি দাঁড়িয়ে রয়েছে। খুঁটিটি না সরিয়ে সড়কের কাজ শেষ করায় দুর্ভোগ কমেনি সড়কে যাতায়াতকারী মানুষদের।
স্থানীয় বাসিন্দারা জানান, সমেশপুর গ্রাম হয়ে পরানপুর বাজারে যান আশপাশের অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ। ওই সড়ক দিয়ে দুটি মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থী যাতায়াত করে। গ্রামীণ ওই সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ ক্ষুদে যান চলাচলের ব্যবস্থা করার জন্য সড়কটির পাকাকরণের দাবি জানানো হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, পরানপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে দেড় কিলোমিটার উত্তরে সমেশপুর গ্রামের দক্ষিণ অংশ পর্যন্ত গ্রামীণ সড়কটির দেড় কিলোমিটার পাকাকরণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। যার বরাদ্দ ধরা হয় দেড় কোটি টাকা।নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান করা হলে ওই সড়কটির কাজ পায় মেসার্স এসআই এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের ঠিকাদার মনির হোসেন সুমন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিকটাত্মীয়।মাস তিনেক আগে সড়কটির পাকাকরণের কাজে হাত দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সড়কের পরানপুর বাজার-সংলগ্ন অংশে সড়কটির ঠিক মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই কাজ সম্পন্ন করে ফেব্রুয়ারির শেষের দিকে। এতে হতবাক হন স্থানীয় বাসিন্দারা।
সড়কের ঠিক মাঝ বরাবর ওই বিদ্যুতের খুঁটি রেখেই কাজ শেষ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে সড়কের কাজ করা হলেও সেই ভোগান্তি রয়েই গেল বলে দাবি তাদের।ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, এ সড়ক দিয়ে দুর্ঘটনার শঙ্কা নিয়ে যাতায়াত করতে হয়। এরমধ্যে একাধিক মোটরসাইকেল দুর্ঘটনাও ঘটেছে। সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত সরিয়ে নিলে শঙ্কামুক্ত হবে মানুষ। আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সমাধান পাইনি।ইজিবাইকচালক আল আমিন বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গায় চলাচল করতে হয়। সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে দিনে গাড়ি চালানো গেলেও রাতে তা কষ্টসাধ্য হয়ে যায়। বিশেষ করে বিদ্যুৎ না থাকলে দুর্ঘটনার ভয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। খুঁটিতে ধাক্কা লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
অপরদিকে সড়কটির কাজ করা এসআই এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মনির হোসেন সুমন পলাতক রয়েছেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিকটাত্মীয় হওয়ায় বর্তমানে গা ঢাকা দিয়ে আছেন। তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।তবে সড়কটির ওপর থাকা ওই বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য কোনো সরকারি বরাদ্দ দেওয়া হয়নি বলে জানিয়েছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সড়কের ওপর থেকে খুঁটিটি সরানোর কাজ বিদ্যুৎ বিভাগের বলে দায় চাপিয়েছে প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
বরুড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত আছি। খুঁটিটি সরাতে বিদ্যুৎ অফিসকে চিঠি দি আমরা। ঠিকাদার চেষ্টা করেছিলেন খুঁটিটি বাদ রেখে এক পাশ বাড়িয়ে সড়কের কাজটি করতে। কিন্তু জমির মালিকের বাধার মুখে সেটি করা সম্ভব হয়নি।কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন পয়ালগাছা সাবজোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. জাহিদুল হাসান বলেন, পরানপুর বাজার-সংলগ্ন সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি থাকার বিষয়টি আমার জানা নেই। তবে বিদ্যুতের খুঁটি সরানো একটু সময়ের ব্যাপার। এলজিইডির চিঠি পেলে সেটি সরানোর উদ্যোগ নেওয়া হবে।'
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন