ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১২:১৭:৫৯ অপরাহ্ন
ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সংবাদচিত্র: সংগৃহীত
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় ঈদুল ফিতরের বোনাসোর দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন এই সড়কে যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা।

শুক্রবার (১৪ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে কারখানাটির শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়,  সকাল ৯টার পর মহানগরীর তেলিপাড়ায় অবস্থিত ‘স্মোক সোয়েটার’ নামে ফ্যাক্টরির দুই থেকে তিন শতাধিক শ্রমিকরা ঈদুল ফিতরের বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, “শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ওই কারখানার কোনো বেতন বকেয়া নেই। তারা ঈদ বোনাসসহ কয়েকটি দাবি তুলেছে। বর্তমানে মহাসড়ক বন্ধ রয়েছে। আমরা মালিক ও শ্রমিক দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।” 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ