ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​গোপালগঞ্জে ২ স্বর্ণের দোকানে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৩:২৪:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৩:২৪:১৯ অপরাহ্ন
​গোপালগঞ্জে ২ স্বর্ণের দোকানে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি ​ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ শহরের স্বর্ণপট্টিতে জুয়েলারির দুটি দোকানে আগুন লেগেছে। এতে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে শহরের ডিসি রোডের স্বর্ণপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আল মদিনা স্বর্ণের দোকানের কর্মচারী নয়ন মালো বলেন, আমি দোকানের ভিতরে ঘুমিয়েছিলাম। ভোর ৫টার দিকে ঘুম থেকে হঠাৎ জেগে পাশের মা তারা জুয়েলার্সের দোকান থেকে আগুনের ধোঁয়া আমাদের দোকানের ভিতরে ঢুকতে দেখি। এটা দেখে আমি দোকান থেকে দ্রুত বেরিয়ে যাই।

পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আল মদিনা জুয়েলার্স ও মা তারা জুয়েলার্সের সমস্ত মালামাল পুড়ে যায়।

মা তারা জুয়েলার্সের মালিক অসিত বিশ্বাস জানান, দোকানের প্রায় পাঁচ ভরি স্বর্ণের গহনা তৈরি পাতি মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে অন্তত ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আল মদিনা জুয়েলার্সের মালিক শাজাহান মুন্সী জানান, দোকানে কিছু নগদ টাকা ছিল। দোকানের ডেকোরেশন ও গহনা তৈরির মেশিনপত্রসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। দোকানের মালামালসহ প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মালেক আলী সরদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলেই পৌঁছায়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের মার্কেটের বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। মা তারা জুয়েলার্সের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে দুটি দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ