আশঙ্কাজনক ৪ নারী
কাউখালীতে পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৩-২০২৫ ০১:২৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৩-২০২৫ ০১:২৯:২৩ অপরাহ্ন
ফাইল ছবি
পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা আক্তার । এ ঘটনায় আরও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১২মার্চ) রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে ভুমিহীন চরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, নদী থেকে শিকার করা অন্য মাছের সাথে পটকা মাছ রাতে খাবারের সাথে খায়। পরে তারা অসুস্থ বোধ করলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে আমার নাতি মারা যায় এবং আমার স্ত্রী ও তিন মেয়ে অসুস্থ অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার জানান, রাত ২টার দিকে পটকা মাছ খেয়ে গুরুতর আহত অবস্থায় ৫ রোগী আসে হাসপাতালে। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে ৫ বছরের শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে।
মৃত শিশুর মা সাবিনা আক্তার (২০), খালা সিমা (১৮) ও সুমনা (১৩) এবং শিশুর নানী আকলিমাকে(৫৫) দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ডা. সুব্রত কর্মকার।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স