বগুড়ায় মা-মেয়েসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-০৩-২০২৫ ০৭:২৫:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৩-২০২৫ ০৮:১২:২০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১২মার্চ ) বাংলাস্কুপের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি জানান-নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ আল শামী (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন শিক্ষার্থী। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হাতুড় ইউপির মুখইর মোড় নামক স্থানে। নিহত আব্দুল্লাহ আল শামী মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেটের চাচাতো ভাই কায়েস্ত পাড়া নিবাসী আজমল হক বিমানের ছেলে। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহতরা হলো নিহত শাফীর ছোট ভাই শাফিন হোসেন (১৯), একই এলাকার শাহীনের ছেলে ফারহান সাদিক (২০), পুলিশ অফিসার মাসুদ রানার ছেলে রায়হান (২০) তাপস সরদারের ছেলে অহন (২১)। আহত সকলেই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন রাতে নিহত আব্দুল্লাহ আল শামী তার ছোট ভাইসহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে এলাকায় ভ্রমণে বের হন। এ সময় তারা নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে পৌঁছালে নতুন ও পুরাতন সড়কের উচু-নিচু স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পরে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল শামীর মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান-বরিশালের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় পৌরসভার এক কর্মচারী ও ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, রাত সোয়া ১টার দিকে একটি অজ্ঞাতনামা বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে গিয়ে ভ্যানের যাত্রী, গৌরনদী পৌর কর্মচারী মো. আব্দুর রাজ্জাক ঘরামি (৪৭) ও ভ্যানচালক স্বপন খান (৫৬) আহত হন। দুর্ঘটনাস্থল থেকে ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।নিহত ভ্যানযাত্রী মো. আব্দুর রাজ্জাক ঘরামি (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী। তিনি উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাবুল ঘরামি। নিহত অপর ভ্যানচালক স্বপন খানের (৫৬) বাড়ি কালকিনি উপজেলার রমজানপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সুরাত খানের ছেলে।মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ হাইওয়ে পুলিশ অজ্ঞাতনামা বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।
বগুড়া প্রতিনিধি জানান- বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাহিমা খাতুন (৩) ও তার মা রোখসানা খাতুন (২৫)। নিহত রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শী এবং নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে রোখসানা খাতুন বেড়াগ্রাম তার বাবার বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামীর বাড়ি ফিরছিলেন। পথে পাকরাইল এলাকায় পৌঁছলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১-২০১২) অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। এ ঘটনায়া ঘটনাস্থলেই রাহিমার মৃত্যু হয়। পরে এলাকাবাসী রোখসানাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়। এসময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় জলে জানান ওসি ফরিদুল ইসলাম।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান- নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই নসিমনের সাথে পণ্যবাহি ভুটভুটি’র সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ওয়ালিয়া-বনপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের নাম রুবেল হোসেন। সে পাশ্ববর্তী লালপুর উপজেলার হাংড়াগাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে। আহত শাকিল হোসেনের বাড়িও একই গ্রামে। জানা যায়, ভোগ্যপণ্য নিয়ে ভুটভুটিযোগে সজিব গ্রুপের দুই বিক্রয় প্রতিনিধি (এসআর) রুবেল হোসেন (২৫) ও শাকিল হোসেন (২৭) স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় চন্ডিপুর এলাকায় পৌঁছালে গরু বোঝাই নসিমনের সাথে সংঘর্ষ হলে ভুটভুটিটি দুমড়ে-মুছড়ে যায়। এতে ওই দুই বিক্রয় প্রতিনিধি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রুবেলকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স