ট্রাকচাপায় স্বামী-স্ত্রীসহ সড়কে ঝরলো ৫প্রাণ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৩-২০২৫ ০৭:২৩:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৩-২০২৫ ০৭:২৩:১০ অপরাহ্ন
প্রতীকী ছবি
নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এছাড়াও সড়ক দুর্ঘটনায় আরো ৩জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১মার্চ ) বাংলাস্কুপের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নওগাঁ প্রতিনিধি জানান- নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের বাইপাস এলাকার নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) এবং তার স্ত্রী বিলকিস বানু (৫০)। প্রত্যক্ষদর্শী ও থানাপুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আফাজ উদ্দিন স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার কোলা পালসা গ্রামে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ শেষ করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসলে ময়নাতদন্ত শেষে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।’
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান-ারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চানমারী-আদমজী সড়কের তল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। এ ঘটনায় স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। স্থানীয়রা জানান, সকালে হামিদুল ইসলাম বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ভারসাম্য হারিয়ে তিনি সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় কাভার্ডভ্যান চালক আটক রয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি জানান- ফরিদপুরে এক পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী মাহিন্দ্রা উল্টে এক কৃষক নিহত হয়েছেন। ওই কৃষকের নাম ইদ্রিস হাজরা (৫৫)। সোমবার রাতে ফরিদপুর-সালথা সড়কের শোলাকুন্ডু মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল। ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আ.লতিফ হাজরার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ খেত দেখতে যান কৃষক ইদ্রিস হাজরা। সেখানে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্র যোগে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে মাহিন্দ্রটি শোলাকুন্ড মাদরাসার সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। এ সময় ইদ্রিস হাজরাসহ ৭ যাত্রী আহত হন। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা ইদ্রিস হাজরাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় অপর এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মাদারীপুর প্রতিনিধি জানান- মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈমুর মুন্সি (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় তার দুই বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার শিবচর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর থানার ওসি মো. রতন শেখ । নাঈমুর বাহাদুরপুর এলাকার হাজীকান্দির তৈয়ব আলী মুন্সির ছেলে। এ বিষয়ে ওসি মো. রতন শেখ বলেন, শিবচর উপজেলায় ব্যক্তিগত কাজ শেষে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাঈমুর। শিবচর-ঠেঙ্গামারা আঞ্চলিক সড়কে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি সড়কের ওপর ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন নাঈমুর ও তার দুই বন্ধু।তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নাঈমুরকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্য দুজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স