ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুর রেলওয়ে কারখানা

ঈদ উপলক্ষে চলছে কোচ মেরামতের মহাযজ্ঞ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৪:১০:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৪:১২:৩৯ অপরাহ্ন
ঈদ উপলক্ষে চলছে কোচ মেরামতের মহাযজ্ঞ ​ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করে পুরাতন কোচ মেরামতের কাজ চলছে। জনবল সংকট থাকা সত্ত্বেও শ্রমিক-কর্মচারীরা মানবতার সেবায় অতিরিক্ত সময় কাজ করে নির্ধারিত সময়ের প্রায় দ্বিগুণ কোচ প্রস্তুত করছেন।

প্রতিদিন প্রায় ১০ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের কাজ চলছে পুরোদমে। ২৪টি শপের কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীরা নির্ধারিত ৮ ঘণ্টার বাইরে অতিরিক্ত শ্রমঘণ্টা ব্যয় করে কোচ মেরামত করছেন। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক বলেন, ‘জনবল সংকট থাকা সত্ত্বেও শুধুমাত্র মানবতার সেবায় আমরা সবাই অতিরিক্ত কোচ মেরামতে কাজ করছি।’

সাধারণত এই কারখানায় ২৫ কর্মদিবসে ৩২টি কোচ মেরামত করা হয়। তবে ঈদের অতিরিক্ত চাপ সামলাতে রেলওয়ে কর্তৃপক্ষ ৭০ কর্মদিবসে ১২০টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরই মধ্যে ৯০টি কোচ মেরামত সম্পন্ন হয়েছে এবং সেগুলো ট্রেন বহরে সংযুক্ত করা হয়েছে।

ক্যারেজ শপ প্রধান মমিনুল ইসলাম জানান, আগামী ১২ কর্মদিবসে আরও ২৫টি কোচ মেরামতের কাজ চলছে। শ্রমিকদের ওভারটাইম দেয়া হচ্ছে, প্রয়োজনে শুক্রবারেও কাজ করা হবে।
 
সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক মো. মমতাজুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই বাকি কোচ মেরামত সম্পন্ন করে ঈদ রেলবহরে সংযুক্ত করতে পারব।’ কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ