ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কড়ায় গণ্ডায় জবাব নেওয়া হবে : নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৯:০৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৯:০৫:১৭ অপরাহ্ন
​কড়ায় গণ্ডায় জবাব নেওয়া হবে : নাহিদ ইসলাম ​ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রতি ফ্যাসিস্টের বিচার, সংস্কার এবং আগামী নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। কত দিনের মধ্যে জনগণ বিচার, সংস্কার ও নির্বাচন দেখতে পাবে সেটা জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নাহিদ বলেন, নির্বাচিত সরকার এসে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে না- এই নিশ্চয়তা নেই। অন্য রাজনৈতিক দলগুলো বিচার ও সংস্কারে সহায়তা করলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে এনসিপি সহায়তা করবে। প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান সবাই সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। সেটি নিশ্চিত করতে হবে। কড়ায় গণ্ডায় জবাব নেওয়া হবে।

সোমবার (১০ মার্চ) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার পূর্ববর্তী সমাবেশে নাহিদ ইসলাম এই আহ্বান জানান। জুলাইয়ে শহীদ ও আহতদের পরিবার নিয়ে এই ইফতারের আয়োজন করে এনসিপি।

সরকারকে উদ্দেশ্যে করে নাহিদ ইসলাম বলেন, সরকারকে বলব, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। কত দিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পারব, তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে।

বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে খুব দ্রুতই রাজপথে নামার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা কেউই নির্বাচনের বিপক্ষে নই। নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাই একটা রাজনৈতিক দল গঠন করেছি। নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি গণপরিষদ নির্বাচন। কারণ জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেবার মধ্য দিয়ে একটি নতুন সংবিধান আমরা এই জাতিকে উপহার দিতে চাই। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে খুব দ্রুতই আমরা রাজপথে নামব।

সরকারকে জবাবদিহিতার আওতায় আনা হবে জানিয়ে সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন, আমরা প্রধান উপদেষ্টাসহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি, তাদের কাছে আমরা কড়ায়-গন্ডায় জবাব নেব, আমাদের সংস্কার কতটা আদায় হলো। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে, তাহলে ভোট চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হবে। বাংলাদেশে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা ধরে রাখতে চাই।

নাহিদ ইসলাম বলেন, আমরা আপনাদের কাতারে নেমে এসেছি। আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি। কারণ আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না, আমরা নিজেরাই মাঠে নেমে দাবি বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, শহীদ পরিবার এবং আহতসহ আমাদের সবার এই মুহূর্তে জরুরি দাবি- আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি। পাঁচ আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছে এবং সামনে যারা রাজনীতি করতে চাচ্ছে- সবার ন্যায্যতা হচ্ছে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। ফলে তাদের মনের আকাঙ্ক্ষা আমাদের বুঝতে হবে।

ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপনের ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে নাহিদ বলেন, আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিবো না। মব তৈরির রাজনীতির যে অপচেষ্টা চালানো হচ্ছে। আমাদের ধর্ম ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা-ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে। আমরা সেগুলো প্রতিহত করব।


বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ