ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:২৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:২৬:১৮ অপরাহ্ন
​অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি ​ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারকে পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) হাইকোর্টের সামনে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

রাকিব বলেন, ‘দেশে দিনের পর দিন নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ বাড়ছে। এসব ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকার গতানুগতিক বক্তব্য দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। এই সরকারকে সকল জনগণ সমর্থন দেয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। বিগত সময়ের বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতায় নারী নির্যাতন ও ধর্ষণ বেড়ে চলেছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন ও গুপ্ত সংগঠনের লোকেরা নারী নিপীড়কের পাশে দাঁড়িয়েছে মন্তব্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ