ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৩:১৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৩:১৪:৫০ অপরাহ্ন
​হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করেন হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, হিসাবরক্ষণ কর্মকর্তা একরামুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা আক্তার, হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা গেলে দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এছাড়া ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাখার আহ্বান জানান

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ