মাগুরার সেই শিশুর মৃত্যুর খবরটি গুজব : আইএসপিআর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৩-২০২৫ ০১:৪০:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৩-২০২৫ ০১:৪০:৩৮ অপরাহ্ন
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর চিকিৎসা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক আইসিইউতে চলছে। চিকিৎসাধীন শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এটি গুজব।
রোববার (৯ মার্চ) দিবাগত রাতে আইএসপিআর থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
এর আগে শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। এমনকি তার ‘মৃত্যুর খবর’ জানিয়ে অনেকে শোক প্রকাশ করে স্ট্যাটাসও দেন। এর মধ্যেই শিশুটির চিকিৎসা চলছে বলে জানায় আইএসপিআর।
এদিকে শিশুকে ধর্ষণের ঘটনায় রোববার মধ্যরাতে চার আসামি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স