ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​রিয়া গোপের নামে নামকরণ হলো মহিলা ক্রীড়া কমপ্লেক্স

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০৮:২২:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০৮:২২:০৭ অপরাহ্ন
​রিয়া গোপের নামে নামকরণ হলো মহিলা ক্রীড়া কমপ্লেক্স ​ছবি: সংগৃহীত
ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম রাখা হয়েছে “রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স”।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম সই করা এক চিঠিতে রোববার (৯ মার্চ) এই স্থাপনার নতুন নাম সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

গতবছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের। পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে। তার স্মরণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হলো।

উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পর ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। কদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আজ আরও চারটি ক্রীড়া স্থাপনার নতুন নামকরণ হলো।

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সকে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স হিসেবে নামকরণ করা হয়েছে।

এছাড়া রমনা টেনিস কমপ্লেক্স থেকে “শেখ জামাল” বাদ দিয়ে জাতীয় টেনিস কমপ্লেক্স করা হয়েছে আর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শেখ কামাল অডিটরিয়ামের নতুন নাম রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ