ঈদের আগেই বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৩-২০২৫ ০৫:২৮:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৩-২০২৫ ০৫:৫৬:১৬ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর চলতি মার্চ মাসের বেতন-ভাতা ২৩ মার্চ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৯ মার্চ) অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সিনিয়র সহকারি সচিব আব্দুল গফুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের ২০২৫ সালের মার্চ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ তারিখে প্রদান করা হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স