ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে খোঁজ মিলল আসাদুজ্জামান খান কামালের

আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:৫৯:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৬:০৭:৪৬ অপরাহ্ন
অবশেষে খোঁজ মিলল আসাদুজ্জামান খান কামালের ​আসাদুজ্জামান খান কামাল। ফাইল ফটো
বাংলা স্কুপ, ১ অক্টোবর :
সরকার পতনের পর থেকেই হন্যে হয়ে খোঁজা হচ্ছিল তাঁকে। চার দফা অভিযান চালিয়েও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। অবশেষে খোঁজ মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। কলকাতার ইকো পার্কে আড্ডা দিতে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী এই মন্ত্রীকে। সঙ্গে ছিলেন অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকো পার্কে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তাঁরা। এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে চ্যানেলটি।
প্রতিবেদনে বলা হয়, ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেয়ার সুযোগ পান। সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। 
তবে বেশিক্ষণ আড্ডা দেননি তাঁরা। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই কেটে পড়েন তাঁরা। তবে কিছু অপরিচিত মানুষ এসময় ভিডিও করতে বাধা দেন। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। 
আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র : চ্যানেল 24। নিউজলিংক : https://www.channel24bd.tv/national/article/232220/

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ