নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ রুপালি (২০) গেছেন। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। রোববার (৯ মার্চ) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
ষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত ৩ মার্চ দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান রুপালি। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, গত শনিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মাস বয়সী সুমাইয়া নামে এক শিশুর মৃত্যু হয়। একই দুর্ঘটনায় দগ্ধ শিশুটির শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ মারা যাওয়া রুপালি ছিলেন সুমাইয়ার মা। এ ঘটনায় গত শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে বার্ন ইনস্টিটিউটের মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় হান্নান নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। উল্লেখ্য, গত ৩ মার্চ ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন