অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে ৩ লাখ ১৬ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোল্ড কোস্ট শহর, সেখানে ১ লাখ ১২ হাজারেও বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খবর রয়টার্সের
কুইন্সল্যান্ড রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি বলেছেন, কুইন্সল্যান্ডের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ বিভ্রাট।ঘূর্ণিঝড় আলফ্রেড কুইন্সল্যান্ড উপকূলে স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) আছড়ে পড়ে। অতিক্রান্তীয় এই ঘূর্ণিঝড় এখন গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে। আলফ্রেডের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুতের লাইন ভেঙে গেছে ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের রাজধানী ব্রিসবেন ঝড়ের আঘাত থেকে রক্ষা পেয়েছে। তবে প্রতিবেশি রাজ্য নিউ সাউথ ওয়েলসেও প্রভাব পড়েছে।
রবিবার (৯ মার্চ) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, “আকস্মিক বন্যা এবং ভারী বাতাসের কারণে কুইন্সল্যান্ড এবং উত্তর নিউ সাউথ ওয়েলসের পরিস্থিতি অত্যন্ত গুরুতর।”অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশনের টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেছেন, “আগামী দিনগুলোতে ভারী বৃষ্টিপাত, ঝড়ো বাতাস এবং উপকূলীয় ঢেউয়ের প্রভাব অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।”
দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে ব্রিসবেনের পাশাপাশি কুইন্সল্যান্ডের আঞ্চলিক কেন্দ্র ইপসউইচ, সানশাইন কোস্ট এবং জিম্পিতেও বন্যা দেখা দিতে পারে।আবহাওয়া ব্যুরোর সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজ্যে প্রায় ৯০ কিলোমিটার (৬০ মাইল প্রতি ঘণ্টা) বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার উত্তর নিউ সাউথ ওয়েলসে বন্যার পানিতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে লিসমোর শহরের বাসিন্দাদের সাহায্য করতে যাওয়া অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর দুটি গাড়ির সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।
বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন