ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে তোলা হলো সাবেক মেয়র আতিকসহ ১০ জনকে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:০৬:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:১১:৫৪ অপরাহ্ন
ট্রাইব্যুনালে তোলা হলো সাবেক মেয়র আতিকসহ ১০ জনকে সংবাদচিত্র: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গণহত্যার মামলায় গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার হয়েছে। রোববার (৯ মার্চ) বেলা ১২টা ২০ মিনিটের দিকে তাকে ট্রাইব্যুনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এ সময় একই অভিযোগে অন্য আসামিদেরও হাজির করা হয়েছে।

আসামিরা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, ওসি মশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল এবং ওমর আলী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ