ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​রাষ্ট্র নারীদের যথেষ্ট নিরাপত্তা দিতে পারছে না: সারজিস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৫:৪৫:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৫:৪৫:০১ অপরাহ্ন
​রাষ্ট্র নারীদের যথেষ্ট নিরাপত্তা দিতে পারছে না: সারজিস ​ছবি: সংগৃহীত
দেশে মা-বোন-নারীদের যতটুকু নিরাপদ ফিল করার কথা ততটুকু নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (৮ মার্চ) জন-পরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

সারজিস আলম বলেন, মা-বোন-নারীর যতটুকু নিরাপদ ফিল করার কথা ততটুকু নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। শকুনদের চোখ থেকে মা-বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, রাষ্ট্র এক জিনিস ধর্ম আরেক জিনিস। রাষ্ট্র সবাইকে ধারণ করে। রাষ্ট্রকে ঘর মনে করলে চলবে না। আমি কোন কথাটি কোথায় বলতে পারবো তা মাথায় রাখতে হবে। 

সারজিস আরও বলেন, আমরা আমাদের বোনদের জুলাই অভ্যুত্থানে সামনের সাড়িতে পেয়েছি, তাদেরকে আমরা দলের ডিসিশন মেকিংয়েও সামনের সাড়িতে চাই। যেসব নারী এনসিপিতে যোগ দিচ্ছে তাদের স্পেসিফিক টার্গেট করে তাদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কেউ যেন কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, মব কালচার ব্যবহার করে বোনদের হেনস্তা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। আজকের পর থেকে কথা নয়, কাজ দেখতে চাই।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ