মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার সব আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে চারজনের নামে সদর থানায় এ ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমক (৪০)।
বিষয়টি নিশ্চত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। তিনি বলেন, মামলায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন, তার বাবা হিটু মিয়া, ভাই রাতুল শেখ ও মা জাবেদা বেগমকে আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে শিশুটির শ্বাসপ্রশ্বাস চলছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
মাগুরার সেই শিশুটি কি বাঁচবে?
নির্যাতিত শিশুটির মায়ের সঙ্গে কথা বললেন তারেক রহমান