বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ৩
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৩-২০২৫ ০২:৪৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৫ ০৩:১০:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নড়াইল সদর উপজেলায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল হামলায় বিএনপির ৩ জন নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাতে নড়াইল সদর উপজেলার গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
শনিবার (৮ মার্চ) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন, সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্যা, বিএনপি কর্মী নিউটন গাজী এবং সৈয়দ ওয়াজেদ আলী তিতু।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বসা ছিলেন নেতা-কর্মীরা। পরে হঠাৎ একদল দুর্বৃত্তরা তাদের উপর ককটেল হামলা করে। স্থানীয়রা জানান, সেখানে ৪ টি ককটেল বিস্ফোরণ হয়। বিকট আওয়াজে বিস্ফোরনের শব্দ পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে ওয়াজেদ আলী তিতু অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স