নিজেরাই বাসার নিরাপত্তা নিশ্চিত করে ঈদে বাড়ি যাবেন: ডিএমপি কমিশনার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৩-২০২৫ ০২:১৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৫ ০৫:০০:২৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজ বাসার নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘আমরা আপনাদের সাথে আছি।’
শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। কমিশনার বলেন, ‘তারাবির সময় আপনারা মসজিদে দেড়-দুই ঘণ্টা থাকেন। সেই সময় রাস্তাঘাটে লোকজন কম থাকে। এই সময় আপনাদের বাড়ি, ফ্ল্যাট, দোকান একটু সযত্নে রেখে আসবেন। নিরাপত্তাটা খেয়াল করবেন।’
ডিএমপি কমিশনার বলেন, ‘আমি আশা করছি, ১৫ রমজানের পরে ঢাকার অনেক মানুষ নিকট আত্মীয়দের সাথে ঈদ উদযাপন করতে চলে যাবেন। আমি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানাতে চাই, আপনাদের অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন, তখন বাড়ি, ফ্ল্যাট-দোকান-ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি।’
পুলিশের স্বল্পতা আছে জানিয়ে কমিশনার বলেন, ‘আমাদের অনেক পুলিশ সদস্যও ছুটিতে যাবেন। যারা ব্যারাকে থাকেন, তাঁরাও ঈদে বাড়ি যেতে চান। এরপরও আমি তাঁদের বুঝিয়ে বলব, যেহেতু ঢাকাবাসী ঈদে যাবে, সেহেতু আপনারা পরে ছুটিতে যান। আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব। আমি ঢাকাবাসীকে অনুরোধ করতে চাই, ওনারা যেন ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক রাখে।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স