ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে খামারে বিষ প্রয়োগে ৯ গরুকে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৪:২৫:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৪:৩২:৪২ অপরাহ্ন
শ্রীমঙ্গলে খামারে বিষ প্রয়োগে ৯ গরুকে হত্যা সংবাদচিত্র: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম রামনগর এলাকার একটি বাড়ির গরুর খামারে খাদ্যে বিষ দিয়ে ৯টি গরু হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম।

তিনি জানান, গরুর খামারের মালিক সুলেমান মিয়া নামের এক ব্যক্তি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে তার ছোট ভাই খামারের সবকটি গরুকে ঘাস, খড়সহ অন্যান্য খাবার খেতে দেন। গরুগুলো এসব খাবার খায়। তবে ইফতারের কিছু সময় পরই খামার ঘরের এক লাইনের কয়েকটি গরুর মুখে ফেনা এসে শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে ঘণ্টাখানেকের মধ্যে একে একে ৯টি গরু মারা যায়। এছাড়াও আরও ২টি গরু বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে।

খামারের মালিক সুলেমান মিয়া জানান, কয়েক দিন আগে একটি ছাগল নিয়ে জনৈক এক ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়েছিল। তিনি ধারণা করছেন, কৌশলে ওই ব্যক্তি খাবারে বিষ প্রয়োগ করে রেখেছিলেন। এতে তার ৯টি গরু মারা গেছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।পুলিশ বলছে, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মারা যাওয়া ৯টি গরুর দাম কম করে হলেও ৯ লাখ টাকা বলে সুলেমান মিয়া জানিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ