ঢাকা , শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৩:৫৫:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৩:৫৫:৩২ অপরাহ্ন
মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফাইল ছবি
রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে আহত মো. নাঈম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান। নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী নাজমুল জানান, শুক্রবার সকালে কমলাপুরে মেট্রোরেল স্টেশন নির্মাণের কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত নাঈম মেট্রোরেল স্টেশনের উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসাধীন দুপুরে নাঈম মারা যায়।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মেট্রোরেলের নির্মাণ শ্রমিক নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
  
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ