ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হিযবুতের মিছিল থেকে আটক ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৩:৩২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৪:৩৮:২৪ অপরাহ্ন
হিযবুতের মিছিল থেকে আটক ২ সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর বায়তুল মোকাররমে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ মিছিল থেকে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা।

এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তারা মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যান। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থল থেকে হিযবুত তাহরীরের দুই সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ