ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

উল্টোপথে বিএনপি নেতার গাড়ি: শিক্ষার্থীকে ধমক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৩:২০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৪:৩৯:২২ অপরাহ্ন
উল্টোপথে বিএনপি নেতার গাড়ি: শিক্ষার্থীকে  ধমক সংবাদচিত্র: সংগৃহীত
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে উল্টোপথে গাড়িতে যাওয়ার সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনকে আটকে দিয়েছে যানজট নিরসনের দায়িত্বে থাকা একদল শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হয়ে ওই বিএনপি নেতা শিক্ষার্থীদের শাসিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতা রেজার রিপন বলেন, ‘এই শহরে থাকতে হলে চিনতে হবে।’

সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিএনপি নেতা রেজা রিপনের গাড়িটি নারায়ণগঞ্জ চেম্বার ভবনের অল্প দূরে উল্টোপথে চাষাঢ়ার দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষে যানজট নিরসনে থাকা শিক্ষার্থীরা গাড়িটি আটকে দেন। তখন রেজা রিপন এক ছাত্রকে ডেকে বলেন, ‘কী সমস্যা?’ উত্তরে ছাত্রটি বলে, ‘এটি উল্টো দিক দিয়ে যাওয়ার গাড়ি না তো।’

এরপর রেজা রিপন বলেন, ‘তোমরা চেম্বার অব কমার্সের না? সোহেলকে (চেম্বার অব কমার্সের সহসভাপতি) ফোন করো। ফোন করে জিজ্ঞেস করো হু আই অ্যাম? আমি এখান দিয়েই যাবো, সরো।’ এটি বলে তিনি গাড়ির গ্লাস উঠিয়ে দিয়ে চলে যেতে চান। উত্তরে ছাত্রটি বলে, ‘চেম্বার অব কমার্সের হলেও আমরা ছাত্র। সবার জন্য আইন সমান।’ চাষাঢ়াগামী রাস্তা দেখিয়ে তা সম্পূর্ণ ঠিক আছে বলেও জানায়। এর মধ্যে রেজা রিপনের পক্ষে বিএনপি এক কর্মী এসে ছাত্রদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। ওই সময় রেজা রিপনকে বলতে শোনা যায়, ‘এই শহরে থাকতে হলে চিনতে হবে।’ গাড়ি আটকানো ছাত্রটি তখন ‘এটা বললে তো আর কিছু বলার নেই’ বলে গাড়িটি ছেড়ে দেন। শিক্ষার্থীদের যানজট নিরসনের মনিটরিং এর দায়িত্ব রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মাহফুজ খান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনাটি দ্বিতীয় রমজানের। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে। ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘ওই বিএনপি নেতা শিক্ষার্থীদের সাথে তর্কবিতর্ক শেষে ওই দিন উল্টোপথেই বাসায় ফেরেন। উল্টোপথে আসার কোনও যৌক্তিকতাই নাই, সেটা যেই হোক না কেন। তা ছাড়া ওই বিএনপি নেতার এ ধরনের আচরণ কোনোভাবেই শোভনীয় নয়। দায়িত্বশীল একজন ব্যক্তির কাছ থেকে এ ধরনের আচরণ এবং কর্মকাণ্ড আশা করা যায় না।’

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে ফোনে পাওয়া যায়নি।এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘ওই দিন রেজা রিপন বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটেছিল। যতদূর জানতে পেরেছি, তার বাসায় ফেরার খুব তাড়া ছিল। এ কারণে উল্টোপথে যেতে চেয়েছিল। তবে শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণ করা উচিত হয়নি। এ বিষয়টি নিয়ে আমি তার সাথে কথা বলবো।’নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি ও বিকেএমইএ সহসভাপতি সোহেল সারোয়ার বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সবাই যানজট নিরসনে সহযোগিতা করবো।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ